শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা শিবিরে অস্ত্র-রামদাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২২, ১৮:২৩

রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে মাদক কারবার ও অবৈধ অস্ত্রদারী এদিকে পুলিশের গ্রেফতারেরও কমতি নেই। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ (এপিবিএন) অভিযান চালিয়ে একটি বন্দুক ও দুটি রামদাসহ দুই রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন, আলী জোহারের ছেলে আব্দুল্লাহ (২০), ইউসুফের ছেলে মোঃ ইয়াকুব (২৩)। তারা উভয়েই উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত পৌনে ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প-২২ থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান, টেকনাফ ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত থাকার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং দুটি রামদা উদ্ধার করা হয়। ধৃতদের টেকনাফ থানায় হস্তান্তরের করা হয়েছে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে