বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের নববাগঞ্জে ৪৯ হাজার ৭শ ১২ জনের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২২, ২১:৪১

দিনাজপুরের নবাবগঞ্জ বুধবার দুপুর টায় উপজেলায় ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে অতিদরিদ্র, অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে

ঈদ-উল আযহা উপলক্ষে প্রত্যেক পরিবারের মাঝে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহসানুল কবির শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম প্রমূখ

এদিকে শান্তি পূর্ণ ভাবে গোলাপগঞ্জ, কুশদহ, বিনোদনগর, দাউদপুর, পুটিমারা, মাহমুদপুর, শালখুরিয়া ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল কবির রাজু ট্যাগ অফিসার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব তারা জানান, এই চাল পেয়ে উপকার ভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন

এদিকে বৃহস্পতিবার উপজেলার জয়পুর ইউনিয়নে চাউল বিতরণে উপজেলা নির্বাহী অফিসার নিজে উপস্থিত থেকে ভিজিএফ এর চাউল বিতরণ সম্পন্ন করেছেন বলে জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য কোনো মানুষ অভাব, অনটনে থাক তা শেখ হাসিনা তা চায় না প্রত্যেক অসহায় দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন তিনি

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে