মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে  আহত ৩০

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  ১৯ জুলাই ২০২২, ১৩:২২

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট কানারপুকুর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মূখোমূখি সংঘর্সের ঘটনায় উভয় বাসের নারী শিশু সহ ৩০যাত্রী আহত হয়েছেন।

ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক পরিবহন কানারপুকুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা সেতু ডিলাক্স পরিবহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় বাসের ৮জন শিশু ১০জন নারী সহ ৩০জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ জানান, আহতদের ৪জনের অবস্থা আশংকাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, পিরোজপুরের সাবিত হোসেন (), সজিব শেখ (১১), মুন্নি বেগম (৩০), রফিকুল ইসলাম (২৫), মীম খাতুন (), তামিম (), রামপালের সবুজ (২৫), মোড়লগঞ্জের শাহজামাল (৩৫), পিরোজপুরের মিনারা বেগম (৫০), জেসমিন বেগম (৫৫), খুলনার শাহানাজ বেগম (৪০), গোপালগঞ্জের তিতাস (২০), পিরোজপুরের মুনসুর শেখ (৬৫), খুলনার জীবেস্বর (৪০) সহ মোট ৩০জন কম-বেশী আহত হয়েছে।

এদিকে দুর্ঘটনায় মহাসড়কে প্রায় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস দুটিকে জব্দ করলেও চালক হেলপার পালিয়ে গেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে