দিনাজপুরের বিরামপুরে এস আর ট্রাভেলের ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ১৯ জুলাই ২০২২, ১৬:৩৩

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে শহরের পাইলট উচ্চ বিদ্যালয় এলাকাল সুমন কম্পিউটারের স্বত্বাধিকারী সুমন হোসেনকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানার একদিন পরে শহরের ঢাকামোড়ে ঢাকাগামী বাসের একটি টিকিট নির্ধারিত মূল্য ৮'শ টাকার স্থলে ১ হাজার ২'শ ৫০ টাকা নেওয়ায় এস আর ট্রাভেলসের স্বত্বাধিকারী মোর্শেদ হোসেনকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

১৮ জুলাই সোমবার বিরামপুর উপজেলা নিবাাহী অফিসারের কার্যালয় জানিয়েছেন, দুপুরে জনৈক এক ঢাকাগামী যাত্রীর নিকট থেকে ঢাকামোড়ে অবস্থিত শ্যামলী বাস কাউন্টারে এস আর ট্রাভেলসের স্বত্বাধিকারী মোর্শেদ হোসেন নির্ধারিত ৮'শ টাকার একটি বাসের টিকিট ১ হাজার ২'শ ৫০ টাকা নিয়েছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার অভিযান পরিচালনা করেন।অভিযানে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় এস আর ট্রাভেলসের স্বত্বাধিকারী মোর্শেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

 

যাযাদি/এসএস