নবাবগঞ্জ উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ | ২১ জুলাই ২০২২, ১৯:৪৪

মোঃ হাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার প্রথম উপজেলা হিসেবে নবাবগঞ্জ কে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা প্রদান করেন তিনি ২১জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন হতে ভিডিও কনফারেন্সে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ৫২টি উপজেলার ন্যায় নবাবগঞ্জ কেভূমিহীন গৃহহীন মুক্ত উপজেলাহিসেবে ঘোষণা করেন

 

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শুরু হওয়ার আগে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম এসময় উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেল সহকারি পুলিশ সুপার .কে.এম ওহিদুন্নবী, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পদক মো. হাফিজুর রহমান মিলন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিত্ব সাংবাদিকবৃন্দ গত ১৯ জুলাই মঙ্গলবার প্রেস ব্রিফিং   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প আশ্রয়ণ- এর মাধমে ৩য় পর্যায়ে(২য় ধাপে) অত্র উপজেলার ৩১৫টি উপকারভোগী পরিবার দুই শতক জমিসহ এই গৃহের আওতায় আসে এর আগে, ১ম ২য় পর্যায়ে ৬৭৬টি ভূমিহীন গৃহহীন পরিবার এই গৃহের আওতায় এসেছেন

 

যাযাদি/এস