মহম্মদপুরে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ | ০৪ আগস্ট ২০২২, ১৩:৫৯

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে উপজেলা পর্যায়ে এক কর্মশালা বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী। 

ইউএনও রামানন্দ পালের সভাপতিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বরকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, থানার এসআই জান্নাতুল ফেরদৌস বাদশা, নহাটা ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাব প্রমুখ বক্তব্য দেন।

সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান। কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তি অংশ গ্রহণ করেন।

যাযাদি/ এসএইচ