কুমিল্লায় শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু : মরদেহ উদ্ধার, শিক্ষক আটক

প্রকাশ | ০৫ আগস্ট ২০২২, ২১:১৭

স্টাফ রিপোর্টার, কুমিল্লা ও বরুড়া প্রতিনিধি

কুমিল্লায় শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত মো. সিহাব উদ্দিন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রকে বাঁচানো যায়নি শুক্রবার ( আগস্ট) দুপুরের দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ওই ছাত্রের মৃত্যু হয় সে জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের শুক্কুর আলী ডিলারের ছেলে অপর দিকে অভিযুক্ত মাওলানা আব্দুর রব একই ইউনিয়নের মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টায় ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ শনিবার মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে নিশ্চিত করেছেন বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার

 

সিহাবের বাবা শুক্কুর আলী বলেন, তার ছেলে সিহাব আবাসিক ছাত্র হিসেবে ওই শিক্ষকের তত্বাবধানে নূরানী শিক্ষা গ্রহণ করছিল গত কয়েকদিন আগে মাদ্রাসার শিক্ষক আব্দুর রব তাকে বেত্রাঘাত করেন এতে সিহাব অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে ওষুধ এনে খাওয়ান বিষয়টি গোপন রাখেন শিক্ষকরা কিন্তু সে সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার ( আগস্ট) মাদ্রাসা থেকে ফোন করে সিহাবের অসুস্থতার খবর জানানো হয় পরে পরিবারের লোকজন তাকে মাদ্রাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে সিহাবের শরীরে ¦রসহ প্রচন্ড ব্যথা শুরু হয়ে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন কুমেক হাসপাতালে  আনার পর দুপুরের দিকে তার মৃত্যু হয়

 

ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমেদ শফি বলেন, ‘আমি সিহাবের পরিবারের সাথে কথা বলেছি, বিষয়টি সমাধানের চেষ্টা করছি সিহাবকে মেরে ফেলার উদ্দেশ্যে তো বেত্রাঘাত করা হয়নি

 

সন্ধ্যায় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ফেসবুকে বিষয়টি জেনে ঘটনাস্থলসহ ওই মাদ্রাসা ছাত্রের বাড়িতে পুলিশ পাঠানো হয়, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিতে বাড়ি থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে শনিবার কুমেক হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হবে তিনি আরও বলেন, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার শিক্ষক : রবকে আটক করা হয়েছে

 

যাযাদি/এস