মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশ | ০৬ আগস্ট ২০২২, ১৮:৪৩

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরে শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারন্সে অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এর সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. ফয়সাল আল মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইন, অভিজিৎ চৌধুরী, মো. সাজিদ উল হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এ.এন.এম ওয়াসিম ফিরোজ, শিবচর সার্কেল এর সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ র‌্যাবের প্রতিনিধি, পি.বি.আই এর প্রতিনিধি, সিআইডি প্রতিনিধি, পাঁচ থানার ওসিসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ বলেন, মাদারীপুর জেলায় মামলার দীর্ঘসূত্রিতা কমানোর জন্য ও  দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সাধারণ মানুষ যাতে ন্যায় বিচার পায় সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে।

 

যাযাদি/এসএস