ক্যান্সার আক্রান্ত মাদ্রাসা ছাত্র নাছির উল্লাহর ইন্তেকাল
প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১০:৪৫

দীর্ঘদিন ধরে বেঁচে থাকার আশায় মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করছিল মাদ্রাসা ছাত্র নাছির উল্লাহ। রোববার (৭আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করে নাছির উল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নাছির উল্লাহ মাইজখার গ্রামের মো. গোলাম হাক্কানির দ্বিতীয় ছেলে৷ এছাড়াও নাছির উল্লাহ চান্দিনা আল-আমিন হিফজ বিভাগের ছাত্র ছিল।
মাদ্রাসা ছাত্র নাছির উল্লাহ'র মৃত্যুর খবর শোনে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও হিফজ-খানার ছাত্র-শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন। এছাড়াও তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার নাছির উল্লাহ'র নিজ বাড়িতে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
যাযাদি/এস