কিশোরগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী পালিত

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১৩:২২

কিশোরগঞ্জ প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব- এঁর ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে উপলক্ষে সোমবার (০৮ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষেমহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণাশীর্ষক এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম  মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মোঃ জিল্লুর রহমান, জিপি বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. আফজল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম আসমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সেলাই মেশিন চেক বিতরণ করা হয়

 

এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

যাযাদি/এস