মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উখিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

উখিয়া ( কক্সবাজার)  প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২২, ১৩:৩৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়ায় পালিত হয়েছে। ৮ আগস্ট সোমবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেন।

পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব।এতে প্রধান অতিথি হিসেবে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন, কবি আদিল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম , উপজেলা সমবায় কর্মকর্তা আল মাহমুদ হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধা ও শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, ১৯৩০ সালের ৮ আগষ্ট এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কেবল একজন সাবেক রাষ্ট্রনায়কের সহধর্মিণীই নন, বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদাত্রী। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধিকার আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শাণিত করেছিলেন এই মহীয়সী নারী। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনের কথা উঠে এসেছে। তাদের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নাম সবার কাছে স্মরণীয়।

পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে