গফরগাঁওয়ে স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয়
প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১৪:৩৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় । গফরগাঁও আধুনিক হাসপাতালের আয়োজনে সোমবার সকাল ১০টা থেকে ১টা পযর্ন্ত রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী উৎসাহী হয়ে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের ,সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এ এস এম শফিক, সহকারী শিক্ষক শামছুল আলম,দিদার আলম , গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক নাজমুল হক বিপ্লব ,সাংবাদিক আতাউর রহমান মিন্টু,শেখ আব্দুল আওয়াল,মতিউর রহমান,রক্তদানে আমরা গফরগাঁওয়ের সভাপতি আবদুল গাফ্ফার খান প্রমুখ ।
যাযাদি/এস