শাজাহানপুরে স্বামীর অধিকারের দাবীতে স্ত্রীর অনশন
প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১৪:৪৮

বগুড়া শাজাহানপুরে শারমিন ইসলাম (২৪) নামে কলেজ পড়ুয়া এক এতিম মেয়েকে বিয়ে করে কয়েক রাত একসাথে রাত্রী যাপনের পর পলাতক হয়েছে তার স্বামী আলী আজম খান (২৭)। এঘটনায় স্ত্রী তার স্বামীর অধিকার পেতে অনশন করছে। স্ত্রী শারমিন। তবে স্ত্রী বাড়ীতে আসার পর বাড়ী থেকেও সে পলাতক রয়েছে। এ বিষয়ে দেশের মানবাধিকার সংস্থা, প্রশাসন ও নারী নেত্রীদের এগিয়ে আসার আহব্বান জানিয়েন ওই নির্যাতিতার পরিবার।
সোমবার ৮ আগষ্ট জানাযায় শনিবার থেকে অনশন করছে এবং এ ঘটনায় শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও ভিযোগ সুত্রে জানাযায়, বগুড়া সারিয়াকান্দী উপজেলার কড়িতলা গ্রামের আনোয়ার হোসেন বাদশার মেয়ে শহরে মুজিবর রহমান সরকসরি মহিলা কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্রী। লেখাপড়া করাকালিন বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অনার্স পড়ুয়া ছাত্র উপজেলার কাটাবাড়ি সেনাপল্লী গ্রামের কেতাব আলীর ছেলে আলী আজম খান ২৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উল্লখ্য শারমিনের অন্র বিয়ে ঠিক হলেও সেই বিয়ে তাকে বিয়ে করার নানা প্রলোভন দিতে থাকে। দীর্ঘ দিনের প্রেম সম্পর্ক আর ভালবাসার গভীরতায় দুজনেই প্রাপ্ত বয়ষ্ক হওয়ায় ২৭ আগষ্ট ২২ ইং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এরপর শারমিনের আত্মীয়ের বাড়িতে একসাথে ঘরসংসার করতে থাকে। এর কয়েকদিন পর আজম খান স্ত্রী শারমিনকে তার নিজ বাড়িতে না নিয়ে গিয়ে হঠাৎ উধাও হয়ে যায়৷ এমতাবস্থায় স্বামীকে না পেয়ে দিশেহারা হয়ে পরে শারমিন। অপেক্ষার প্রহর শেষ করে একপর্যায়ে বাধ্য হয়ে স্ত্রীর অধিকার নিতে ৬ আগষ্ট ২২ ইং তারিখে স্বামী আজম খানের বাড়ীতে এসে উঠে নববধু শারমিন। এদিকে শারমিন বাড়িতে উঠা মাত্রই গাঢাকা দিয়েছে আজম। অপরদিকে মেয়েটির মা জাফরিন ও তার স্বজনরা মেয়েটির নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়পছেন। তারা জানান, ইতিমধ্যেই শারমিন নিরাপত্তাহীনতার বিষয়টি মোবাইলে মেসেজ করে জানিয়েছেন। তাই তারা প্রশাসন সহ মানবাধিকার সংস্থাকে এই নির্যাতিতা মেয়েটির পাশে ূদাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
এদিকে স্বামী আজম খানের বাবা কেতাব আলীর নিকট তার ছেলের বিষয়ে জাতে চাইলে তিনি বলেন ছেলে কোথায় গেছে জানিনা। আর স্ত্রী শারমিন বলছেন তার স্বামীর সাথে সংসার করতে দিবেনা বলে অন্যত্র পাঠিয়ে দিয়েছে। তার মোবাইলও বন্ধ করে রাখা হয়েছে। কোন যোগাযোগ করতে দিচ্ছে না। তিনি বলেন স্বামী ছাড়া আমি এখন কি করবো। তাই তিনি আইনি সহায়তা চেয়েছেন।
এবিষয়ে শাজাহানপুর থানার এসআই আরিফ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে দীর্ঘ কয়েকদিন পেরিয়ে গেলেও মেয়েটির স্বামীর সাথে ঘর সংসার করাতে দেওয়া হচ্ছেনা বলে জানিয়েছেন এলাকাবাসী।
যাযাদি/এস