বোরহানউদ্দিনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত  

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১৬:৪৯

বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নগদ অর্থ, সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যন  মো. আবুল কালাম আজাদ। আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম,যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, সহকারী  প্রোগ্রামার মিজানুর রহমান হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে ৭ জন নারীকে ৭ টি সেলাই মেশিন ও উপজেলার ৩ জন নারীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গণভবন থেকে ‘উপায়’ এর মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করেন।

যাযাদি/ এসএইচ