কুতুবদিয়াতে বাপা'র বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

প্রকাশ | ০৮ আগস্ট ২০২২, ১৭:১৩

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা'র উদ্যোগে শিক্ষার্থীসহ সর্বসাধরনের মাঝে চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদরের সিটিজেন পার্কে এ  বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

এসময় ,কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুচ, কুতুবদিয়া উপজেলা বাপা'র সভাপতি এম, শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল কাসেম, কুতুবদিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক খাদেমুল ইসলাম,কুতুবদিয়া থানার  উপ-পরিদর্শক (এসআই) রায়হান, আবু হাসনাত মাজেদ,কুতুবদিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গনি, সাংবাদিক শাহেদুল ইসলাম মনির, মাস্টার মিজানুর রহমান, ইউসুফ নবী,মোঃ ইমতিয়াজ উদ্দিন, আবু হানিফ, হাফেজ আব্দুল কাদের, আজিজুর রহমান, আব্দুল মালেক, শহিদ, আকিব, বাদশা, তামিম ও তাহসিনসহ বাপা কুতুবদিয়া উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

বৃক্ষরোপন কর্মসূচীতে কুতুবদিয়া বাপা'র  সভাপতি এম, শহীদুল ইসলাম বলেন, গাছ আমাদের পরিবেশ বন্ধুু। দ্বীপের উপকূলজুড়ে বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে। এ লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজ দ্বীপ গড়ে তোলার আহবান জানান।

পরে, বাপা'র নেতৃবৃন্দ সদরের বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করেন।

 

যাযাদি/এসএস