বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইন্দুরকানীতে পূর্নীমার জোয়ারে নিম্নঅঞ্চল প্লাবিত সাধারন মানুষ বিপাকে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২২, ১৬:৩১

পিরোজপুরের ইন্দুরকানীতে পূর্নিমার জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের জমি পুকুর রাস্তা ঘাট সব তলিয়ে গেছে উপজেলার একমাত্র ফেরীঘাটের গ্যংওয়েটি পানিতে তলিয়ে গেছে ভোগান্তিতে পড়েছে ফেরী পার হওয়া যান বাহন মানুষ রবিবার সরজমিনে উপজেলার বিভিন্ন অঞ্চলে গিয়ে দেখা যায় নদীতে পানির খুব চাপ ফসলের মাঠ মাছের পুকুর শিক্ষা প্রতিষ্ঠন উচু রাস্তা পর্যন্ত তলয়ে পানি যাচ্ছে পানির কারনে উপজেলা বাসি চরম ভোগান্তি পরেছে

নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন পরেছে বিপাকে শনিবার রাত থেকে রবিবার দুপুর একটা নাগাদ ছিল মুশাল ধারে বিষ্টি পোশা পাখি , হাঁস, মুরগী, গরু মহিষ নিয়ে খাদ্যো সঙ্কটে পরেছে কৃষক পরিবার এলাকায় দেখা দিয়েছে সর্দি কাশি, এতে ছোট বাচ্চারা বেশি আক্রন্ত হচ্ছে বলে স্থানিয় স্বাস্থ্য কেন্দ্র থেকে জানা গেছে

এবিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম বলেন পানির বারছে মাঠের ফসল তলিয়ে ঘেছে পুকুর ভেসে গেছে শিক্ষা প্রতিষ্ঠনসহ রাস্তাঘাট তলিয়ে গেছে আমরা সর্বক্ষনিক খেয়াল রাখছি এখন পর্যন্ত কোন বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়না তবে উপজেলার বালি পাড়ায় বড় দুটি গাছ উপড়ে পরেছে বিদ্যুৎ খুটি ভেঙ্গে গেছে আমরা শুকন খাবার রেডি করে রেখেছি প্রয়োজন হলে বিতরন করা হবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে