সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে - ফারুক খান এমপি

প্রকাশ | ১৪ আগস্ট ২০২২, ২০:৪১

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনকে আরও শক্তিশালী হতে হবে। দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ এর লোড শেডিং হচ্ছে এটা সত্য কথা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের নানামুখি পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা চলছে। বিশ্ব বাজারে দাম বৃদ্ধির কারনেই দেশের বাজারে সবরকম দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অতি শীঘ্রই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। নিত্য পণ্যের দামও নাগালের মধ্যে আনা হবে। ১৪ আগষ্ট রবিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পুরাতন মুকসুদপুরে বাসভবন সুখনীড়ে দলীয় নেতাকর্মীর সংগে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবে। শোকের মাসে দেশের মানুষের জনজীবনে স্বস্তি ফেরাতে সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রওশন আলী মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিয়া, সাব্বির খান, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মোল্যা, সাধারণ সম্পাদক ফারুক মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক এমপি’র ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলার ৪৯ জনের মাঝে মোট তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়।

যাযাদি/এসএস