শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী শহরসহ অর্ধশত গ্রাম প্লাবিত

পটুয়াখালী প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২২, ২০:৪৮

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ এলাকায় অবস্থান করছে। রবিবার দুপুরের জোয়ারের পানিতে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা সহ জেলার অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানি বন্ধী হয়ে পরেছে কয়েক লাখ মানুষ।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আজ দুপুরে জেলার প্রধান প্রধান নদী গুলোতে পানি অনেক টা বেশি ছিল।

এরমধ্যে পায়রা নদীতে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়।

এদিকে পটুয়াখালী শহরের কলেজ রোডস্থ লোহালিয়া নদীর শহর রক্ষা বাধের বিভিন্ন পয়েন্টে বাঁধের উপর থেকে শহরের মধ্যে হু হু করে পানি প্রবেশ করে। এতে করে প্রধান সড়কেও হাটু পরিমাণ পানি ওঠে।

এছাড়া স্বনির্ভর সড়ক, চরপাড়া,পুরান বাজার,মহিলা কলেজ সড়ক,পৌরসভা মোড় সহ অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলও প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, দুই নং ওয়ার্ড এর সিকদার বাড়ী সংলগ্ন এলাকার বেড়িবাঁধ টি নিচু হওয়ায় বাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করে ওই এলাকা প্লাবিত হয়। বাঁধটি উচু করার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, আজ স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বেশি হয়েছে। এ কারণে অনেক এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। '

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে