নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নের মফস্বলের উদ্যোগে খাবার বিতরণ

প্রকাশ | ১৪ আগস্ট ২০২২, ২১:১১

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সেবা সংস্থাস্বপ্নের মফস্বলএর উদ্যোগে একবেলা খাবার বিতরণ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় শহরের কেডির মোড়, ব্রীজ মোড় সান্তাহার রেলওয়ে স্টেশনে পথশিশু, রিকশা চালক অসহায়দের মাঝে ৬০ প্যাকেট (বিরিয়ানি) খাবার বিতরণ করা হয়

 

গত মাসের ২৩ জুলাই নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ১২ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা সেবা সংস্থাস্বপ্নের মফস্বলএর যাত্রা শুরু হয় শিক্ষা সেবার সংস্পর্শে নিজ শহরকে এক স্বপ্নের মফস্বলে রূপান্তর করার লক্ষ্যে ক্যারিয়ার কাউন্সেলিং, অলিম্পিয়াড আয়োজন, পথশিশুদের নিয়ে আয়োজন, বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ সহ সকল প্রকার শিক্ষা সেবা কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে

 

তারই ধারাবাহিকতায় সদস্যদের মাঝে চাঁদা তুলে একবেলা অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয় বাড়িতে রান্না করে কেডি স্কুলের হলরুমের সামনে বিকেল সাড়ে ৪টায় পাত্রটি নিয়ে আসা হয় এরপর সাড়ে ৫টা থেকে রান্না করা খাবার প্যাকেটে প্রস্তুত করা হয় কেউ পাত্র থেকে খাবার প্যাকেটে তুলছে, আবার কেউ প্যাকেটের মুখ রাবার দিয়ে আটকে দিচ্ছে কেউ বা প্যাকেটের ওপর আঠা দিয়ে লিফলেট লাগানোর কাজ করছে

 

লিফলেটে লেখা আছে- ‘স্বপ্নের মফস্বল, নওগাঁ কেডি স্কুলের শিক্ষার্থীদের সংগঠন এই রিযিক আপনারই আমরা শুধু পৌঁছে দিচ্ছি মাত্রপ্যাকেট শেষে পলিথিনে সাজিয়ে নিয়ে যাওয়া হয় বিরতণের জন্য এরপর সন্ধ্যা ৬টা থেকে বিতরণ শুরু হয়, চলে রাত টা পর্যন্ত শহরের কেডির মোড়, ব্রীজ মোড় সান্তাহার রেলওয়ে স্টেশনে পথশিশু, রিকশা চালক অসহায়দের মাঝে ৬০ প্যাকেট খাবার বিতরণ করা হয়

 

সংগঠনের সভাপতি সুলতান শাহরিয়া শাফি জানান, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ স্যার এর অনুপ্রেরণায় আমরা কাজ করছি এই শহরকে স্বপ্নের শহরে রুপান্তর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি ঝরে পড়া রোধে ক্যারিয়ার কাউন্সেলিং, অলিম্পিয়াড আয়োজন, কুইজ প্রতিযোগীতাসহ সকল প্রকার শিক্ষা সেবা কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথমত অসহায়দের মাঝে একবেলা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি পরবর্তিতে প্রতিমাসে খাবার বিতরণের আয়োজন করা হবে

 

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক নিরব সরদার, মওদুদ আহমেদ, ইমন, রাজ, শাহরিয়ার, তনয়, ওয়াসি, গিফারি, তৌফিক, রাজ্য নাফি

 

যাযাদি/এস