শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে চুন কারখানা পরিচালনা অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ১৪ আগস্ট ২০২২, ২১:২৮

সরকারের নির্দেশনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জের হাজীগঞ্জস্থ ইছামতি লাইমস্নামক চুন কারখানায় অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করায় এক লাখ টাকা জরিমানা সহ একজনকে দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

রোববার (১৪ আগস্ট) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন

অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জস্থ ইছামতি লাইমস্নামক চুন কারখানায় গ্যাস মিটারের ইনডেক্সে তার ডুকিয়ে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে গ্যাস কারচুপি করে আসছিল এমন অভিযোগের সংবাদে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় রোববার বিকেলে অভিযান চালানো হয় গ্যাস চুরির অপরাধে গ্যাস আইন ২০১০- প্রতিষ্ঠানের ম্যানেজার মো: বাবুল দেওয়ানকে (৫০) এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ভবিষ্যতে এধরনের অভিযান চলমান থাকবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে