সিলেটে শোক-শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশ | ১৫ আগস্ট ২০২২, ১৬:৪২

সিলেট অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সিলেটজুড়ে

 

সোমবার সকাল ৯টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পুস্পাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়

 

মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, জেলা মহানগর আওয়ামী লীগসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা মহান এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন

 

এদিকে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে শোক ্যালি বের করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট

সিলেটে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন এবং মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ তাঁতী লীগ 

 

সোমবার  সকাল থেকেই সিলেটে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম প্রথমে সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

 

যাযাদি/ এস