শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর কর্তৃক দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

রাজস্থলী প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২২, ১০:০৪
আপডেট  : ১৭ আগস্ট ২০২২, ১০:৪৩

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বর্ডারগার্ড বাংলাদেশ কর্তৃক গৃহিত কর্মসুচির অংশ হিসেবে ১৫ আগষ্ট ২০২২ বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন সদর দপ্তর হালিশহর চট্রগ্রাম, চট্রগ্রাম ৮ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় এলাকার প্রায় ১৫০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি পরিবার কে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি, চিনি ২ কেজি আলু এবং ১ কেজি পিয়াজ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্রগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানবীর গনি চৌধুরী। এবং সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে