শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৭ আগস্টের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় এম.পি অসীম কুমার উকিল

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২২, ১২:৩৮

সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় ১৭ই আগস্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আলোচনা সভার আয়োজন করা হয় উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক নেত্রকোণা-০৩ আটপাড়া-কেন্দুয়া-১৫৯ নির্বাচনী এলাকার সাংসদ অসীম কুমার উকিল

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালন করেন মো: ফেরদৌস রানা আনজু

সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন আহমেদ, আবু নাসের তালুকদার মিলু, হাজী মোজাম্মেল হক, মো: শাহজাহান কবীর, মো: সাইদুল হক তালুকদার, মিজানুর রহমান খান নন্দন, মো: সিদ্দিকুর রহমান মাষ্টার, আরিফুজ্জামান খান টিটু, হায়দার জাহান সাগর, মো: জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর হাসান, যুবলীগ নেতা মো: রোকনুজ্জামান রোকন, আরমান কবীর নিলয়, গাজী মাজহারুল ইসলাম খান সুজন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: জিয়াউল হক চৌধুরী, মো: রফিকুল ইসলাম শাহীন, মো: কবীর তালুকদার, তাঁতী লীগ নেতা .টি.এম জয়নাল আবেদীন, মো: আসাদুজ্জামান খান সোহাগ, শ্রমিক লীগ নেতা অমল কুমার দত্ত, মো: খায়রুল ইসলাম, ওলামা লীগ নেতা মো: আবুল হাসেম লাদেন, মো: হারুন-অর-রশিদ, কৃষকলীগ নেতা মো: আব্দুল হান্নান, শামছুল হক, মহিলা আওয়ামী লীগের নেতা ফৌজিয়া নাসরিন, যুব মহিলা লীগ নেতা তানিয়া নাজনীন চৌধুরী রেখা, ছাত্রলীগ নেতা রাহাত বিশ্বাস, তরিক, রবিউল আওয়াল নিলু, মোহাম্মদ আলী খানসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদকসহ সকল স্তরের নেতা-কর্মী প্রমূখ

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিগত জোট সরকারের আমলে সারা দেশের ৬৩ টি জেলায় এই দিনে বোমা হামলা করে তারা দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করতে চেয়েছিল ধরণের নৈরাজ্য বন্ধ করতে দলকে সু-সংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে