নলডাঙ্গায় পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে মাছ বাজার স্থানান্তর করলেন মেয়র

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ১২:৪২

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পথচারী কাপড় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মাছবাজার স্থানান্তর করা হয়েছে

 

বুধবার সকাল টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নলডাঙ্গার হাট শাখার পিছনে মাছ বাজারের শুভ উদ্বোধন করেন,পৌরসভার মেয়র মনিরুজ্জামানএসময় নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,কাউন্সিলর সঞ্জয় কুমার,মাছ বাজারের আড়ৎদার ইয়াকুব আলীসহ নলডাঙ্গা বাজারের ১৮ জন আড়ৎদার উপস্থিত ছিলেন

 

নলডাঙ্গা রেলওয়ে প্লাটফর্মের পশ্চিমে মানুষের চলাচল করা সড়কে মাছ বাজার বসায় পথচারী স্থানীয় কাপর ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়ে পরিস্তিতিতে দীর্ঘদিন ধরে মাছ বাজার অন্যত্র সানান্তরের অনুরোধ করে ব্যবসায়ী সচেতন মহলপরিকল্পিত নগর উন্নয়ন করতে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নলডাঙ্গার হাট শাখার পিছনে সেটঘর নির্মাণ করে মাছ ব্যবসায়ীদের ব্যাপক সুবিদা সৃষ্টি করে মাছ বাজার সানান্তর করা হয়এতে খুশি মাছের আড়ৎদার স্থানীয়রা

 

যাযাদি/এস