শার্শার সীমান্তে ১৬টি সোনার বারসহ আটক ১

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ১৪:৩৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২২, ১৪:৩৬

শার্শা(যশোর) প্রতিনিধি

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি সোনারবার সহ জনি (৪০) নামে একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 

আটকৃত জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯ দিকে শার্শার গোগা সীমান্ত দিয়ে বৃহৎ একটি সোনার চালান পাচার হবে এমন খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে আটক করে।পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৬ পিস সোনা জব্দ করা হয়। যার ওজন ১কেজি ৮৪৬ গ্রাম। মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা।

 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) জানান,সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, সোনা চোরাচালান, রোধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে।সোনা চোরাকারবারি রোধে বিজিবি পোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর জন্যই একের পর এক সোনার চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিযান অব্যাহত থাকবে।

 

তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

 

যাযাদি/এস