জীবননগরে মরা গরুর মাংস বিক্রি মুচলেকায় মুক্তি

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ১৫:৫২

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগগের মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা অপর পৌরকর্তৃপক্ষের মুচলেকায় ছাড়

 

জানা গেছে, জীবননগর বাজারের আরোজ মাংসের দোকানে প্রতিনিয়ত মরা গরুর মাংস বিক্রি করে বুধবার সকালে পৌর কর্তৃপক্ষ সরেজমিনে উপস্থিত হয়ে মরা গরুর মাংস দেখতে পান

 

সময় পৌরসভা কর্তৃক উক্ত মাংস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয় পরে পৌরকর্তৃপক্ষের নিকট মুচলেকা দিয়ে মাংসের দোকানের মালিক আরজ ছাড় পান উল্লেখ্য ইতি পূর্বেও পৌর কর্তৃপক্ষ বেশ কয়েকবার মরা গরুর মাংস বিক্রির অভিযোগে তার দোকান থেকে মরা গরুর মাংস উদ্ধার করে মুচলেকা দিয়ে পার পেয়ে যায়

 

সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, কাউন্সিলর জয়নাল আবেদীন, আবুল কাশেম জামাল হোসেন প্রতিনিয়ত মরা গরুর মাংস বিক্রি মুচলেকা দিয়ে পার পেয়ে যাওয়ায় জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকাবাসী মরা গরু ছাগলের মাংস বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

 

যাযাদি/এস