বরগুনার এএসপি মহরম আলীকে বরখাস্তের দাবিতে বেতাগীতে বিক্ষোভ সামবেশ

প্রকাশ | ১৭ আগস্ট ২০২২, ১৮:১৯

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বরগুনা- আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাধ শম্ভূ সাথে অশালীন ব্যবহার এবং ছাএলীগ কর্মীদের মারধর করায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরখাস্ত করার দাবীতে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়

 

মঙ্গলবার রাতে আয়োজিত বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বওে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির এবং সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান

 

আয়োজকরা জানান, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাথে বরগুনা জেলার এডিশনাল এসপি মহরম আলী অশালীন ব্যবহার এবং ছাএলীগ কর্মীদের উপর মারধরের প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করা হয় দায়ী পুলিশ কর্মকতা বরখাস্ত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে সময় দায়ী পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে তাঁর পদ থেকে বরখাস্ত অপসারণ পূর্বক তাঁর সুষ্ঠু বিচারের দাবি করা হয়

 

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করার পর ওই দিনই আরেক আদেশের মাধ্যমে তাঁকে চট্রগ্রাম রেঞ্জে বদলি করা হয় এবং বরগুনা থেকে ইতোমধ্যে ১২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে ঘটনায় বরিশাল রেঞ্জর ডিআইজি এস এম আক্তারুজ্জামান বুধবার দুপুরে বরগুনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে কথা বলেন

 

যাযাদি/এস