ব্রাহ্মণবাড়িয়ায় ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ২১:০৮

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় শোক দিবস বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন (ফারিয়া)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে

 

বৃহস্পতিবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন (ফারিয়া), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অপসোনিন ফার্মাসিউটিক্যাল এর প্রতিনিধি ছাড়া জেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির দুই শতাধিক বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন

 

সময় বক্তারা জাতীয় শোক দিবস বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন (ফারিয়া)কে নিয়ে কটুক্তির অভিযোগে অপসোনিন ফার্মাসিউটিক্যালের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া ম্যানেজার হাফিজুর রহমানের শাস্তি দাবি করে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন

 

মানববন্ধনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল এসোসিয়েশন (ফারিয়া) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি   ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির সভাপতি শাওন আহমেদ বলেন, গত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষনা অনুযায়ী সারাদেশে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পূর্নদিবস ছুটি ছিলো এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি   বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচী ছিলো কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ফারিয়ার সদস্যরা শোক ‌র‌্যালি শেষে শহরের লোকনাথ উদ্যানে  (টেংকের পাড়) সমবেত হলে অপসোনিন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হাফিজুর রহমানকে টিমের সহকর্মীদের নিয়ে কাজ করতে জড়ো হতে দেখা যায়

 

সময় হাফিজুর রহমানকে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বলা হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন সময় তিনি  জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফারিয়াকে নিয়ে কটুক্তি করেন

 

মানববন্ধন প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ফারিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রোমান খান লোদি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক আকরামুল হক পান্না প্রমুখ

 

ব্যাপারে অভিযুক্ত হাফিজুর রহমান বলেন, ১৬ আগষ্ট আমাদের নিজস্ব একটি প্রোগ্রাম ছিলো তাই দাওয়াতের বিষয়ে আমাদের  প্রতিনিধিদের নিয়ে কাজ করতে হয়েছে  তিনি বলেন, এনিয়ে ফারিয়া নেতাদের সাথে আমার বাকবিতন্ডা হয়েছে আমি জাতীয় শোক দিবস বা ১৫ আগস্ট নিয়ে কোন কটুক্তি করিনি, ফারিয়াকে নিয়ে করেছি এজন্য আমি ক্ষমা চাইতে রাজি আছি

 

যাযাদি/এস