শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
ব্রাহ্মণবাড়িয়ায় ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের নাগরিক শোকসভায় মোকতাদির চৌধুরী এমপি

ডাঃ মোহাম্মদ বজলুর রহমান সারা জীবন মানুষের কল্যানে, মানব সেবায় কাজ করে গেছেন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৮ আগস্ট ২০২২, ২১:২৬

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি .. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান সারাটি জীবন মানুষের কল্যানে, মানব সেবায় কাজ করে গেছেন তিনি একজন সৎ ভালো মানুষ ছিলেন

তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির প্রয়াত সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান স্মরণে নাগরিক শোকসভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন

জেলা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে জেলা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিচালনায় .. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, ডাঃ মোহাম্মদ বজলুর রহমান শিক্ষার প্রসারে ভূমিকাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে

নাগরিক শোকসভায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আশ্রাফ আহমেদ রাসেল , অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের পুত্র সাদিক রহমান ফাহাদ

স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ হাবিবুল্লাহ বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে সামসুদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিউল আলম লিটন, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ, ইস্কান্দার মির্জা প্রমুখ

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন লোকনাথ উদ্যান (টেংকের পাড়) মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবুল কাসেম

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে