বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোগাক্রান্ত গরুর গোস্ত বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২২, ১৪:৪৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে ওয়ান্নাস নামে এক কসাইকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দিবাগত রাত ৯টার দিকে শৈলকুপা শহরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। পরে রোগাক্রান্ত গরুর মাংসগুলো পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়।

মাংস বিক্রেতা কসাই ওয়ান্নাস রোগাক্রান্ত একটি বাছুর গরু কিনে জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন ঘটনাস্থলে যান। এ সময় কসাই তার দোষ শিকার করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পশু জবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ ২০১১ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার মামুন খান বলেন, খবর পেয়ে আমরা দ্রæত অভিযুক্ত ব্যবসায়ীর দোকান পরিদর্শনে যায়। সেখানে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির সত্যতা পেয়ে কসাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করা হয়। মাংসগুলো পুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছে।

যাযাদি/ এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে