জীবননগরে অধিক মূলে সার বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ২৯ আগস্ট ২০২২, ১৬:৫০

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জীবননগরে অধিক মূল্যে সার বিক্রি করায় এক সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর বাজারের হক ট্রেডার্সকে ৫০ হাজার জরিমানা করা হয় 

 

জানা গেছে, জীবননগর বাজারের  মেসার্স হক ট্রেডার্সে সরকার নির্ধারিত মূলের অধিক দরে সার বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ সরে জমিনে পরিদর্শনে আসেন

 

সময় অধিক মূলে সার বিক্রির সত্যতা পান পরে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় সরকার নির্ধারিত মূল্যের অধিক দরে সার বিক্রির অপরাধে মেসার্স হক ট্রেডার্সের মালিক সাকিবুর রহমান শুভকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ২টি ক্যাশ মেমোর মুড়ি বই জব্দ করেন সেই সাথে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেন

 

যাযাদি/এস