জীবননগরে ওএমএসএর চাল বিক্রি

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৮

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গা‘র জীবননগরে সরকারি নির্ধারিত মুল্যে ওএমএস এর চাল বিক্রি শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিকার সকালে জীবননগর বাজারের ৩টি স্থানে ওএমএস ডিলালের মাধ্যমে  ৩০ টাকা কেজি দরে জন প্রতি ৫ কেজি হারে চাল প্রদান করা হয়।

জানা গেছে, সরকার চালের বাজার স্থিতিশীল রাখতে ওএমএস ও টিসিবির সমন্বয়ে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জীবননগর বাজারের পোষ্ট অফিস পাড়ার ডিলার মিলন, জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পাশে ডিলার শরিফুল ইসলাম ও নরায়নপুর মোড়ে অবস্থিত ডিলার জাহিদুল ইসলামের মাধ্যমে এ চাল বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ওবাইদুল মামুন প্রমুখ।  সরকারি নিদের্শনা না আসা পর্যন্ত শুক্র ও শনিবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ করা হবে।  

 

যাযাদি/এস