ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
চকরিয়া উপজেলা আ.লীগের সভাপতি জাফর আলম এমপি, সম্পাদক আবু মুছা
প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৬

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সম্মেলন পরবর্তী কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ জাফর আলম ও কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু মুছা। বর্তমান কমিটিতে এমপি জাফর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আবু মুছা প্রচার সম্পাদক ছিলেন।
শনিবার সকাল ১০টায় চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশন দুপুর দেড়টার শেষ হয়। এরপর ২টার সময় শুরু হয় কাউন্সিল অধিবেশন। দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হলো চকরিয়া উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন। এতে সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ জাফর আলম।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশসহ উপজেলা ও জেলা আওয়ামীলীগের আনেক নেতাকর্মী।
কাউন্সিলে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন আবু মুছা, জামাল উদ্দিন জয়নালসহ ৪ জন উপজেলা আওয়ামী লীগ নেতা।
যাযাদি/এস