বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতীবান্ধায় পিআইও অফিসে কর্মবিরতি পালন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৬

লালমনিরহাটের হাতীবান্ধায় ২য় দিনেরমত দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের ন্যয্য দাবি আদায়ের লক্ষ্যে ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

এ কর্মবিরতিতে দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও সকল শূন্যপদ পদন্নতি, চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরণের দাবি জানান। আগমী ১৫ তারিখ পর্যন্ত চলবে এ কর্মসূচির কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, দুইদিন ধরে কর্মকর্তা-কর্মচারিরা কর্মবিরতি পালন করছেন। এ সময় আগত গ্রহিতারা সেবা না পেয়ে ফিরে যেতে দেখা যায়। পিআইও মাইদুল ইসলাম শাহ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ২০১২ কার্যকর হয়েছে এক যুগ আগে অথচ এর আওতায় জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের জনবল কাঠামো ও নিয়োগ বিধি এখনও অনুমোদন হয়নি। সারাদেশের ন্যয় এ কারণে কর্মবিরতি পালন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে