গোবিন্দগঞ্জে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মচারীরা আধাবেলা কর্মবিরতি পালন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা  কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ৪দিন ব্যাপী আধাবেলা  কর্ম বিরতি কর্মসুচী পালন করছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) কর্মসুচীর তৃতীয় দিনে গোবিন্দগঞ্জ কার্যালয়ের কর্মকর্তচারীরা তাদের অফিস চত্বরে সকাল টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।

কর্মবিরতি চলাকালে তাদের দাবী-দাওয়ার যৌতিকতা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্পকর্মকর্তা বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপ-সহকারী  প্রকৌশলী আলমগীর হোসেন, অফিস সহকারী সত্যচরণ বর্মন, কার্যসহকারী নাসিমা বেগম, অফিস সহায়ক আনিছুর রহমান প্রমুখ।  

বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ পূনবাসন কর্মকর্তা (ডিআরও) পদ আপডেগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদন আপগ্রেডেশন, সচিবালযের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল  শুন্যপদ পদোন্নতি, চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পুরণ সহ অন্যান্য দাবী সমূহ দ্রত বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী প্রতি আহ্বান জানান।

উপজেলার ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে এই কর্মসূচী পালন করছে।