শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে চুরির ঘটনায় গণপিটুনিতে যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪

মৌলভীবাজারে চুরি করার সময় গণপিটুনিতে সায়েম মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের পূর্ব কদুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সায়েম মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, ওই রাতে সংঘবদ্ধ চোর পূর্ব কদুপুর গ্রামের মৃত রাজকুমার পাশীর বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দিলে বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করে। তাৎক্ষনিক তাদের চিৎকারে গ্রামবাসীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও সায়েম জনতার হাতে ধরা পড়ে। বিক্ষুব্ধ জনতা এসময় সায়েমকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

এলাকাবাসী জানান, গেল কয়েক মাস থেকে তারা চুরির ঘটনায় অতিষ্ঠ। তারা জানান, নিহত সায়েম তাদের গ্রামসহ আশপাশ এলাকার একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিলো।

এদিকে বুধবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে গেলে দেখা যায়, তার লাশ বাহিরে রাখা রয়েছে। লাশ দেখতে উৎসুক জনতা এসে ভিড় করছেন। এখানে অবস্থানরতদের সাথে আলাপচারিতা হলে তারা জানান, নিহতের পরিবার কিংবা নিকট আত্বীয় কেউ এখনো আসেননি। হাসপাতালের জরুরী বিভাগের সংশ্লিষ্টদেও সাথে কথা হলে তারা জানান, রাত প্রায় সাড়ে ৩টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তিনি মৃত ছিলেন। এখন ময়না তদন্ত প্রক্রিয়া চলবে।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মো ইয়াছিনুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, ওই ঘটনার কারণ জানতে তদন্ত প্রক্রিয়া চলছে। সন্দেহভাজন ৩জনের সাথে আলাপ করার চেষ্ঠা হচ্ছে। চুরির ঘটনায় মানুষকে হত্যা করা যায় কি এমন প্রশ্নের জবাবে ওই ওসি বলেন, এভাবে মানুষ হত্যা করা উচিৎ নয়। মনাুষকে আরো সচেতন হতে হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে