শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

 গাংনীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:২২

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার মেহেরপুরের গাংনীতে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। এবার গাংনী উপজেলায় ০৮ টি কেন্দ্রে ৪ হাজার ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সকাল ১১ টায় গাংনী উপজেলায় ০৮ টি কেন্দ্রে একযোগে এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়।

গাংনী উপজেলায় ০৮টি কেন্দ্রে ৪ হাজার ৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৭৮ জন।গাংনী গার্লস স্কুল কেন্দ্রে ৬৮৬ জন।বামন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৯৬ জন।

জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৩০ জন। সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০১ জন। বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩৯৬ জন। বেতবারিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৭১ জন। রায়পুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এদিকে দাখিল পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় গাংনী থেকে ২০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যাক পরিদর্শক ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে