বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবাণী ইউনিয়নের টেগরা তকিপুরের রূপচন্দ্রপুর গ্রামের সবদার আলীর পুত্র কৃষক মিলন হোসেন (৪০) গাছের ডাল কাটার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। প্রতিবেশিরা আশঙ্কাজনক অবস্থায় মিলন হোসেন কে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এলাকাবাসিরা জানান, ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে পল্লী বিদ্যুতের একটি মেইন ফিডারের তার মিলন হোসেনের বাড়ির উপর দিয়ে সংযোগ ছিল। অসাবধানতায় গাছের ডাল কাটার সময় বিদ্যুতের মেইন তার গাছের ডালে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

 

 বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: শাহরিয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত জানান, অভিযোগ না থাকায় প্রাথমিক সুরাতহাল রিপোর্টের পর  কৃষক মিলন হোসেনের লাশ পরিবারের কাছে  হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিরামপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।