মহেশপুরে ডাকাতদলের ৩সদস্য গ্রেফতার

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪২

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে আন্তঃজেলাডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে থানাপুলিশ।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুরন্দপুর থেকে তাদের আটক করা হয়ে।

আটককৃতরা হলেন, পাশবর্তী কোঁটচাদপুর থানার আখ সেন্টার পাড়ার মমিন পাঠানের ছেলে শীর্ষ সন্ত্রাসী রেজাউল পাঠান (৪০), জীবননগর থানার রায়পুর গ্রামের আঃ রশিদের ছেলে নয়ন (২৮) একই গ্রামে একরামুল (৩০)

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ওসি ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সড়কে ছিনতাইয়ের প্রস্তুতি কালে তাদের আটক করে।

এ সময় তাদের বহনকৃত প্রাইভেটকার, ডাকাতিতে ব্যবহারিত ২টি চাইনিস কুড়াল, এস এসপাইপ, হাসুয়া উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানান, আটককৃত রেজাউল পাঠান তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী। সে আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে সে একাধিক বার পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর সহ বিভিন্ন থানায় এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানান পুলিশ।

এর আগে তিনি ২০২১ সালের ০৪নং মামলায় কোটচাঁদপুর থানায় সর্বশেষ ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারী একই থানায় আটক হয়। 

 আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা করে জেলা আদালতে প্রেরণ করা হবে।