শ্যামনগরে ট্রাফিক আইন সম্পর্কিত প্রশিক্ষণ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৫

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
শ্যামনগরে ট্রাফিক আইন সম্পর্কিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন-যাযাদি

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ইজিবাইক, মোটরভ্যান ও মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন সম্পর্কিত দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। 

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নার্গিস আক্তার। 

প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় একশত জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

যাযাদি/ এস