নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭

নানিয়ারচর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে (ইউএনও) মো:ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা(উপদেষ্টা)।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা মল্লিক, ওসি সুজন হালদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া ও নানিয়ারচর জোনের প্রতিনিধি সহ অনেকে।
সভায় নানিয়ারচরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামনে এ উপজেলাকে এগিয়ে নেওয়ার বিষয় গুলোকে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে।