ফেনীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭
প্রকাশ | ০১ অক্টোবর ২০২২, ২০:১৮

ফেনীর সোনাগাজী- ফেনী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ডে সংলগ্ন স'মিল এর সামনে সোনাগাজী অভিমুখী মাইক্রোবাস এবং ফেনীগামী যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক সহ ৭ জন আহত হয় ।
শনিবার (১লা অক্টোবর) দুপুরের দিকে দূর্ঘটনা ঘটে। মাইক্রো চালকের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান , মাইক্রো চালক হঠাৎ ঘুমিয়ে পড়ায় মারাত্নক দূর্ঘটনার সম্মুখীন হয়। সৌদি প্রবাসী যাত্রী নিয়ে সোনাগাজীর সাহেবের ঘাট ব্রিজ হয়ে নোয়াখালী যাওয়ার কথা ছিলো মাইক্রোবাস যাত্রীদের।
সড়ক দূর্ঘটনার খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস এবং যাত্রীবাহী বাস আটক করেছে। তাৎক্ষণিক আহত যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদেরকে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
যাযাদি/মনিরুল