আজ ৬ নভেম্বর থেকে সারাদেশে ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৬৭৪ টি কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে ১ লাখ ১ হাজার ৮৮২ পরীক্ষার্থী। আজ সকাল ১১ টা থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলবে দুপুর ১ টা পর্যন্ত ।
এই সময়ের মধ্যে ২০ মিনিট নৈবিত্তিক আর ১ ঘন্টা ৪০ মিনিট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ রবিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: তোফাজ্জুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ টি উপজেলার ২০২ টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে এই এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করছে ।
পরীক্ষার্থীরা আধঘন্টা আগ থেকে পরীক্ষা কেন্দ্রে চলে আসে এবং নিজ নিজ আসনে বসে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে ২৪ হাজার ২ শত ৭৪ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে অংশ গ্হন করছে ৬৭ হাজার ২৮৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০ হাজার ৩২১ জন পরীক্ষার্থী । এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯৫ হাজার ২২৩ জন । অনিয়মিত পরীক্ষার্থী ৬ হাজার ৫৫১ জন ও জিপিএ উন্নয়ন ৯৮ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ১০ জন ।
যাযাদি/সাইফুল