দিনাজপুরের ঘোড়াঘাটে পরিবহন গুলোতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৭ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে থানার পুলিশ।
শনিবার ( ১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘোড়াঘাট -পাঁচবিবি রোডে মহুয়ারবাগ নামক স্থানে চেকপোস্ট স্থাপন করেন ঘোড়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন, ঘোড়াঘাট পৌরসভার ১ নং ওয়ার্ডের ইমান আলীর ছেলে ময়নুল ইসলাম (৩৬)।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, এসআই মোজাফফর ও এএসআই ওহাব সঙ্গীয় ফোর্স সহ- মাদক উদ্ধার অভিযানে রাস্তায় চেকপোস্ট স্থাপন করে পরিবহনে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশ কে দেখে সিএনজি রেখে ময়নুল ইসলাম পালানোর চেষ্টা করে। পরে সিএনজি তল্লাশি করে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়।
যাযাদি/মনিরুল