হরিরামপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের ১৩৪ তম শাখার উদ্বোধন
প্রকাশ | ২৪ নভেম্বর ২০২২, ১৯:৫৭

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের জলি সুপার মার্কেটের ২য় তলায় শাহজালাল ইসলামী ব্যাংকের ১৩৪ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ঝিটকা বাজার জলি সুপার মার্কেটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্জ আক্কাচ উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
যাযাদি/সৌলভ