পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রাজস্থলীতে আসছেন আগামীকাল
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২২, ১২:২২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২২, ১৪:১৯

আগামীকাল শনিবার ২৬ নভেম্বর সকাল ৯টায় গাড়ীযোগে রাঙামাটি রাজস্থলীর বাঙালহালিয়ায় আসবেন।
মন্ত্রির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, পার্বত্যমন্ত্রীর আগমনের কর্মসূচীতে সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল সাড়ে ১০টায় বাঙালহালিয়ার ডাক বাংলা পাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাঙালহালিয়া সরকারি কলেজ আয়োজিত জন সমাবেশে অংশগ্রহন করবেন। দুপুর ২টায় বাঙালহালিয়া হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন।
যাযাদি/সাইফুল