সুনামগঞ্জের ধর্মপাশায় চারজন কৃষকের মাঝে একটি করে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নির্ধারিত মূল্যের শতকরা ৭০ভাগ টাকা ভর্তুকিতে এসব কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশার ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন ,সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা প্রমুখ।
যাযাদি/সাইফুল