বঙ্গবন্ধু আন্তঃমেডিকেল কলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে ১-০ গোলে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার গ্রীণ ইউনিভার্সিটির খেলার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিজয়ী দলের পক্ষে ডাঃ খালিদ হাসান নাঈম গোল করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডাঃ মোঃ আজিজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চেন্সেলর অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন ডাঃ শাহরিয়ার নবী, (অব) ব্রিগেডিয়ার জেনারেল সরকার শামসুউদ্দিন, ডাঃ দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে গোল্ডকাপ তুলে দেওয়া হয়।
যাযাদি/সাইফুল