চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ মণ নিষিদ্ধ হাঙর মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা সঙ্খ নদীর মোহনায় প্যারাবন চর থেকে এসব জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক । অভিযানে সহযোগিতা করেন সরেঙ্গা কোস্টগার্ড, থানা পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক বলেন, সঙ্খ নদীর মোহনায় প্যারাবন চরের দূর্গম এলাকায় অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ হাঙর ও পটকা মাছ শিকার করে শুঁটকি তৈরীর সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন সাইজের ৩০ মন হাঙর, বিষাক্ত পটকা ও শাপলা মাছ জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে জেলেরা পালিয়ে যায়৷ জব্দ হওয়া এসব বিসাক্ত শুঁটকি আগুনে বিনষ্ট করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/সাইফুল