কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পৃথক পৃথক পুলিশের অভিযানে ১২ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৪ জন কে আটক করেছে অষ্টগ্রাম থানার পুলিশ।
বুধবার বিকেলে অষ্টগ্রাম থানার এস আই সঞ্জয় কুমার দেব,এ এস,আই বকুল মিয়া এ এস আই শফিকুল ইসলাম এবং কনস্টেবল ওলিউল্লা উপজেলার ইকুরদিয়া সড়কের বদদ্দি গাছের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতরে মুড়ানো থাকা ৪ কেজি গাঁজাসহ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা তেলিয়াপাড়ায় বাগানের ১৬ নং বস্তির কিশর সাঁওতালের ছেলে সাগর সাঁওতাল এবং ৫ কেজি গাঁজাসহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিখারা গ্রামের নাসির মিয়া পুত্র শাহিন (৩৫) নামের দুজন কে আটক করেন।
এদিকে উপজেলা দেওঘর ইউনিয়নের দেওঘর খেয়াঘাটের কাছে এস আই মোঃ আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার জোকার দিয়া এলাকার আব্দুল লতিফ ভুইয়ার পুত্র আঃ মান্নান ভুইয়া (৬২) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা তেলিয়াপাড়ায় মৃত আজগর আলীর পুত্র ধনু মিয়া (৫০) নামের দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন।
এই বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান বিপিএম বলেন দুটি ঘটনার মামলার প্রস্তুতি চলছে।
যাযাদি/মনিরুল